কার্যক্রম : ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগ
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রে কৌশলগত, প্রশাসনিক, আর্থিক ও গবেষণা কার্যক্রমে আরোও গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে কমিশনে ২৪ এপ্রিল, ২০১১ তারিখে আইএমসিটি নামে নতুন একটি বিভাগ চালু করা হয়।
বিভাগের লক্ষ্য ও উদ্দেশ্য হলোঃ
উচ্চশিক্ষার ক্ষেত্রে আইসিটি কার্যক্রম বাড়ানের জন্য ইউজিসি কর্তৃপক্ষকে সহায়তা।
আইসিটি সংক্রান্ত সরকারের নীতিমালা এবং মাষ্টার প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ।
বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার সাথে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি।
ওয়েব ইন্টারফেসের মাধ্যমে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রচার।
ইউজিসি এবং উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্যের আর্কাইভ তৈরি।
ইন্টারনেট এবং ইন্ট্রানেটের মাধ্যমে ইউজিসির তথ্য পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য আইটি কাঠামো তৈরি এবং রক্ষণাবেক্ষণ।
কমিশনের ওয়েবসাইট ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ।
হায়ার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (হেমিস) ব্যবস্থাপনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ।
ইউজিসি ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থাপনা ও পরিচালনা।
Asi@Connect (TEIN)-এর কার্যক্রমগুলোর ব্যবস্থাপনা ও সমন্বয়।
বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন)-এর সমন্বয় কার্যক্রম।
পাবলিক ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করা, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ।
প্রাইভেট ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ।
ইউজিসি’র অন্যান্য প্রয়োজনীয় অটোমেশন সার্ভিসগুলো তৈরি, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ।
ইউজিসি’র হার্ডওয়ার ও সফট্ওয়্যার সংক্রান্ত সেবা প্রদান।